আকাশের বিচরন
হানুফা আক্তার খান (মিতু)
আকাশ তার নিজের সিমানায় বিচরন করে।
কখনো ধূষর রং এ বিলিন হতে থাকে।
মেঘ,গুলি এ পাড়া থেকে ও পাড়া ঘুরে বেড়ায় নিজের পরিসিমার ভিতরে।
সন্ধার আকাশে তারার আলোয় আলকিত করে নিজেকে।
দিনের কালো মেঘ,গুলি রাতের কালো অন্ধকার হয়ে ঘুমিয়ে পড়ে আকাশের বুকে।
চাঁদের আলো ঝেড়ে ফেলে আকাশের ধুলো।
বিশাল আকাশের বুক জুড়ে থাকে শূন্যতা।
শিকল ছিঁড়ে বের হয়ে আসে মুক্ত মনা পাখি।
আকাশের অদূরে মুক্ত পাখিদের আদড়ের টান।
আলো আধারে বিলিন হয়ে আকাশ নিজের গায়ে নকশা কেটে যায় নিজের মতো করে।
স্মৃতির আহত পাখি শিকল বাধা পায়ে আকাশে উড়তে চায়।
আকাশের সুমানায় আকাশ নিজের কাব্য লিপি লিখে যায় যুগ যুগ ধরে।
কথিত প্রেমের গল্পে আর ভাবনার মাঝে বিলিন হতে থাকে আকাশ।
মনের আকাশে শুধু শূন্যতা কষ্ট বিরাজমান।
সিমাহীন কষ্টের রং বদলে নিজেকে সাজিয়ে নেয় নিজের একান্ত কষ্টের সাজে।
Leave a Reply