আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদেরকে দলীয় মনোনয়ন দেবেন, ঐক্যবদ্ধভাবে তাঁদের বিজয় সুনিশ্চিত করতে হবে। দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলের কেউ অবস্থান নিলে কিংবা বিদ্রোহী প্রার্থী হলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। শুক্রবার সন্ধ্যায় ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
শাহীন চাকলাদার আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন হচ্ছে। কেশবপুরের আওয়ামী লীগ এখন এক এবং ঐক্যবদ্ধ। এ কারণে ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের ঐক্য বিনষ্ট করতে পারবে না।
ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আব্দুল আলিম বাবুল বিশ্বাসের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, সহ সভাপতি শাহাদাৎ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান এস এম আনিছুর রহমান, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তফিজুর ইসলাম মুক্ত,উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ,উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আহাজারুল ইসলাম মানিক প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর, ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ,শ্রমিক লীগ, কৃষক লীগ,যুব মহিলা লীগসহ অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply