স্টাফ রিপোর্টোর:
নোয়াখালী জেলায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা, অভিন্ন মানদন্ড এবং অন্যান্য ক্যটাগরিতে দ্বিতীয় হয়ছেন চাটখিল থানার অফিসার ইনচার্জ মোঃআবুল খায়ের।
বুধবার (৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে মাসিক এ সভা অনুষ্ঠিত হয়।
অক্টোবর মাসে অপরাধ দমন ও সার্বিক দিক বিবেচনা করে দশ অফিসারকে বিভিন্ন ক্যাটাগরিতে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে চাটখিলের ওসি দ্বিতীয় হয়।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারগণ, সার্কেল অফিসার, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সভার পর অক্টোবর মাসের অপরাধ দমন ও সার্বিক মূল্যায়নের ভিত্তিতে পুলিশ সুপারের তহবিল থেকে দশ অফিসারকে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়।
Leave a Reply