মাহমুদুল হাসান রনি,মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুরে সেচ্ছাসেবী সংগঠন অদম্য মাদারীপুর এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও অদম্য স্বেচ্ছাসেবী সন্মাননা ২০২০ প্রদান করা হয়েছে।
বুধবার( ৬ই অক্টোবর) বিকালে মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেখাও তোমার প্রতিভা,মাদারীপুর সম্পর্কে কতটুকু আছে জানা” শীর্ষক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।এতে প্রথম হয়েছে আব্দুর রহমান, দ্বিতীয় হয়েছে তাসলিমা আক্তার, তৃতীয় হয়েছে মোঃ ইউসুফ এবং রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে খাদিজা হাওলাদার, দ্বিতীয় হয়েছে মাহমুদা আক্তার, তৃতীয় হয়েছে ফাতেমা আক্তার।এছাড়াও শেলিনা বেগম,মাহবুব হাসান, ফয়সাল মেহেদী,তাওহীদ সরকার,খাদিজা হাওলাদার, সবুজ বাড়ৈই, ইমন মল্লিক, সায়ন আহমেদ কে অদম্য সেচ্ছাসেবী সম্মাননা ২০২০ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফুদ্দিন গিয়াস ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা সাংবাদিক রকিবুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অদম্য মাদারীপুরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল রানা মাদবর।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার,সদস্য ফাতেমা আক্তার সহ অদম্য মাদারীপুর এর অদম্য সেচ্ছাসেবকগন।
Leave a Reply