উপনিবেশিক শাসন ব্যবস্থার পরিবর্তনই ছিল ৭ই নভেম্বরের লক্ষ্য
……………………. জেএসডি
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি নেতৃবৃন্দ বলেছেন, বৃটিশ-পাকিস্তানীদের রেখে যাওয়া রাষ্ট্র-প্রশাসন, আইন-কানুন মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেনা। রাষ্ট্র পরিচালায় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠা সমাজশক্তি সমুহের অংশীদারিত্ব নিশ্চিত করার মাধ্যমেই সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব। উপনিবেশিক শাসন ব্যবস্থা বহাল রেখে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়। উপনিবেশিক শাসন ব্যবস্থার পরিবর্তে সর্বস্তরের শ্রম-কর্ম-পেশার জনগনের অংশীদারিত্ব নিশ্চিত করে স্বাধীন দেশোপযোগী আইন-কানুন-রাষ্ট্র-প্রশাসন ব্যবস্থা প্রবর্তনই ছিল ৭ই নভেম্বরের সিপাহী-গণঅভ্যুত্থানের মুল লক্ষ্য। আজ ৭ই নভেম্বর বিকেল ৪ টায় সিপাহী-গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যদানকালে নেতৃবৃন্দ এ সকল কথা বলেন।
জেএসডি’র কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এ্যাড. কে এম জাবির, এ্যাড. মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, এ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, অধ্যাপক ইউসুফ সিরাজ খান মিন্টু, আবদুল্লাহ আল তারেক, এস এম সামছুল আলম নিক্সন, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল মোবারক, প্রচার সম্পাদক মোশররফ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক এম এইচ মন্টু, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ।
Leave a Reply